পাট শিল্পে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে সরকার: পাটমন্ত্রী
৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পাট শিল্পের উন্নয়নে সরকার ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
আরও পড়ুন- বন্ধ পাটকলগুলো ফের চালু করা হবে: পাটমন্ত্রী
তিনি বলেন, পাট শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে। প্রয়োজনে সরকারিভাবে পাটপণ্য তৈরি করে এই শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার ব্যবস্থা করা হবে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৯-এ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) প্যাভিলিয়ন পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, পাটের সেই সুদিন আর নেই। তবে পাটপণ্যের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। তাই এই পণ্যকে মানুষের কাছে আরও সুলভে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সোমবার সন্ধ্যায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বাণিজ্যমেলায় প্রবেশ করেন। তিনি জেডিপিসি প্যাভিলিয়নে পৌঁছালে জেডিপিসি’র নির্বাহী পরিচালক রীনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মন্ত্রী জেডিপিসিতে প্রদর্শিত বৈচিত্র্যময় পাটপণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাটমন্ত্রীর আগমন উপলক্ষে জেডিপিসি প্যাভিলিয়নে রাখা একটি কেকও কাটেন মন্ত্রী। পরে তিনি জেডিপিসি’র পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন। জেডিপিসির প্যাভিলিয়ন থেকে মন্ত্রী পাটের তৈরি শাড়িসহ বেশকিছু পণ্যও কেনেন।
জেডিপিসি প্যাভিলিয়ন থেকে বেরিয়ে মন্ত্রী বাণিজ্যমেলায় গাজী গ্রুপের স্টলসহ আরও বেশকিছু কোম্পানির স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, তাঁত বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালক দেলোয়ার হোসেনসহ অন্যরা।
আরও পড়ুন-
বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে ‘সোনালি ব্যাগ’
বাণিজ্যমেলায় বহুমুখী পাটপণ্যের বাহার, মুগ্ধ ক্রেতারা
সারাবাংলা/জেজে/টিআর
গোলাম দস্তগীর গাজী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জেডিপিসি বস্ত্র ও পাটমন্ত্রী