Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, মৃত ৫


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে এক বাড়ির ওপর এক বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জোড়া-ইঞ্জিনের বিমানটিতে উড়ন্ত অবস্থায় আগুন ধরে যায়। এরপরই বিমানটি লস এঞ্জেলসের ইয়রবা লিন্ডা শহরতলীর একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়।

স্থানীয় কাউন্টি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরের অনেকাংশ পুড়ে গেছে।

এক সূত্র দ্য লস এঞ্জেলস টাইমসকে জানিয়েছে, বিমানটির একমাত্র আরোহী ছিলেন এর পাইলট। তিনি প্রায়ই লস এঞ্জেলসের ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে বিমানটি নিয়ে আসা-যাওয়া করতেন।

সারাবাংলা/ আরএ

ক্যালিফোর্নিয়া বিমান বিধ্বস্ত লস এঞ্জেলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর