Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৪৯ পুলিশ সদস্যকে পদক দিলেন প্রধানমন্ত্রী


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩

ফাইল ছবি

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের ৩৪৯ সদস্যকে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ পরিদর্শন শেষে সোমবার (৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী এই পদক দেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশের ৩৪৯ সদস্যকে এবার পদক দেওয়া হয়। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে পদক দেওয়ার বিষয়টি জানানো হয়।

এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ৪০ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ৬২ জন। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ (বিপিএম) সেবা পদক পেয়েছেন ১০৪ জন এবং ১৩৪ জন পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদক।

সারাবাংলা/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর