Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস অধিদফতরের ডিডির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মৎস অধিদফতরের উপ-পরিচালক কাজি ইকবাল আজমের দক্ষিণখানের বাসা থেকে তানিয়া আক্তার (১৬) নামের এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে দক্ষিণখানের ঈষান কলোনির ৬ষ্ঠ তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম মানিক জানান, মৃত তানিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার আবুল কালামের মেয়ে। মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ইকবাল আজমের দক্ষিনখান ঈষান কলোনীর বাসায় ৬/৭ বছর যাবৎ কাজ করতো।

তিনি বলেন, দুপুড়ে সংবাদ পেয়ে দক্ষিণখানের বাসার ৬ষ্ঠ তলার একটি কক্ষের দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না দিয়ে তানিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তানিয়া আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/ইউজে/এজেডকে/

মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর