Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝটিকা সফরে ঢাকায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী


৩ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল. পি. মারসুদি ২৪ ঘণ্টার ঝটিকা সফরে রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় এসেছেন। ঢাকায় ইন্দোনেশিয়া হাইকমিশনের একটি সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল.পি. মারসুদি মাত্র ২৪ ঘণ্টার সফরে রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় এসেছেন।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল.পি. মারসুদির  কাছে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন চাইবে ঢাকা।

সফরকালে সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন রেটনো এল.পি. মারসুদি।

ঢাকার ইন্দোনেশিয়া হাইকমিশনের কূটনৈতিক সূত্র জানায়, ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জাকার্তা।  দেশটি ঢাকার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (পিটিএ) বিষয়ক চুক্তি করতে অনেক আগেই প্রস্তাবনা দিয়ে রেখেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এই সফরে জাকার্তার কাছে রোহিঙ্গা ইস্যুতেই জোরালো সমর্থনের কথা জানাবে ঢাকা।  কারণ, ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্য হওয়ায় দেশটি রোহিঙ্গা শব্দে বিশ্বাস করে না।

প্রসঙ্গত, এর আগেও কয়েকবার ঢাকা সফর করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল.পি. মারসুদি। সর্বশেষ ২০১৭ সালে ঢাকা সফরে এসে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

সারাবাংলা/জেআইএল/এমএনএইচ

ইন্দোনেশিয়া পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর