কৃষিজমিতে পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মুনসুর আলী দুলাল নামে এক দোকানির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগরের চেঙ্গার পুল এলাকায় কৃষিজমিতে মরদেহটি পাওয়া যায়।
৪৫ বছর বয়সী দুলালের কাঞ্চননগর বাজারে একটি ডেকোরেশন সামগ্রী ভাড়া দেওয়ার দোকান আছে। তিনি ফটিকছড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার সারাবাংলাকে বলেন, শনিবার(২ ফেব্রুয়ারি) রাতে দোকান থেকে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল দুলাল। পথের মধ্যে কে বা কারা তাকে হত্যা করে মরদেহটি জমিতে ফেলে রাখে।
ওসি বলেন, ‘সড়ক থেকে প্রায় ২০ গজ দূরে টিলার নিচে জমিতে মুখ, পা ও পেছনে দু’হাত বাঁধা অবস্থায় দুলালের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধারের সময় সেখান থেকে রক্ত ঝরছিল। গলায় শ্বাসরোধের চিহ্নও আছে।’
কী কারণে হত্যাকাণ্ড সেটা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এসএমএন