চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্ত:ত ১৫ জন।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার ভাইয়ের দীঘিরপাড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পটিয়া হাইয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান সারাবাংলাকে জানান, সকাল সোয়া আটটার দিকে পটিয়ার ভাইয়ের দীঘিরপাড়ে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত আরও ১৬ জন। আহতদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল বলে জানান মিজানুর রহমান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, গুরুতর আহত চারজনের মধ্যে মাইক্রোবাসের চালক সাকিবকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মৃত তিনজন ও আহত অন্যদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
সারাবাংলা/ আরডি/এমএইচ