গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৭
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান। তবে এই দু’জনের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে গাজীপুরের নাওটানা এলাকায় টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আর ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখে পালিয়েছে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান।
সারাবাংলা/এজেডকে/পিএ