Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ী খুন


১৭ জানুয়ারি ২০১৮ ১৪:২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক তরুণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। এ ঘটনায় ২ জনকে  আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে মোটর সাইকেলে চে কয়েকজন সন্ত্রাসী সাবগ্রামহাটের পাঁচ মাথা এলাকায় এসে মদ্যপান করছিল। সেখানে থাকা নৈশ প্রহরী মদ্যপানে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।  শাহিনুর ইসলাম নামের এক ব্যবসায়ী এগিয়ে এসে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাবগ্রাম হাট এলাকার ব্যবসায়ীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২জনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানতে ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানায় পুলিশ।

সারাবাংলা/টিএম/এমএ

ছুরিকাঘাত নিহত বগুড়া ব্যবসায়ী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর