Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

শেরপুর: জেলার ঝিনাইগাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আজিম মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ইকবাল হোসেন আকন্দ (৪০) নামে একজন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। মৃত আজিম শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনয়নের মমিনাকান্দা গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে। আহত ইকবাল শহরের দমদমা কালিগঞ্জ এলাকার মৃত আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, আয়ুর্বেদিক চিকিৎসক ইকবাল হোসেনের মোটরসাইকেল করে তার ভগ্নিপতি আজিম মিয়াসহ শেরপুর শহর থেকে ঝিনাইগাতী গজনী অবকাশ কেন্দ্রে যাওয়ার সময়ে গুরুচরণ দুধনই এলাকাতে একটি পিক আপ ভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরোহী আজিমের। মোটরসাইকেলের চালক ইকবাল গুরুতর আহত হয়।  তাকে চিকিৎসার জন্য প্রথমে ঝিনাইগাতী ও পরে জেয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে আজিমের লাশ উদ্ধার করে তবে ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

সারাবাংলা/এসবি

দুর্ঘটনা মোটরসাইকেলচালকের মৃত্যু