গোয়া থেকে যাত্রা শুরু ‘সূর্যবংশী’র
২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউড বক্স অফিস রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ বড়সর একটা ঝড় তুলেছে। ১২৫ কোটি রুপির ছবিটি ইতিমধ্যে ২৩৮ কোটি ৮১ লাখ টাকা আয় করে ব্লকবাস্টার ছবির তকমা লাগিয়ে ফেলেছে। এই রেশ কাটতে না কাটতেই আবারও নতুন ছবি নির্মাণে দলবল নিয়ে নেমে পড়েছেন রোহিত শেঠি।
অক্ষয় কুমারকে নিয়ে প্রথমবারের মতো ছবি নির্মাণ করছেন তিনি। ছবির নাম ‘সূর্যবংশী’। পুলিশ অ্যাকশানধর্মী ছবি হতে যাচ্ছে ‘সূর্যবংশী’। ধুন্দুমার অ্যাকশান দৃশ্যে ভরপুর থাকবে এই ছবি।
আরও পড়ুন : মেঘলার আকাশে ঝলমলে রোদ, প্রশংসিত তার তেলেগু ছবি
এদিকে এরইমধ্যে শুরু হয়ে গেছে ছবির দৃশ্যধারণের কাজ। ক্যামেরা ওপেন হয়েছে ভারতের গোয়াতে। ইন্সটাগ্রামে শুটিং ইউনিটের গ্রুপ ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছেন রোহিত শেঠি।
অক্ষয়ের বিপরীতে ছবিতে নায়িকা চরিত্রের অভিনেত্রী এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছিল, সোনম কাপুরকে দেখা যাবে অক্ষয়ের বিপরীতে। ছবির চিত্রনাট্য নিয়ে সোনমের সঙ্গে নাকি দেখা করেছেন রোহিত। যদিও এর আগে শোনা গিয়েছিল ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন পূজা হেজ।
নায়িকার নাম ঘোষণা না হলেও ছবি মুক্তির তারিখ ঠিকই ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ক্রিসমাসের ছুটিতে দর্শক অক্ষয়ের অ্যাকশন দেখতে পাবেন।
https://www.instagram.com/p/BtVzOHkhNa9/?utm_source=ig_embed
সারাবাংলা/আরএসও/
আরও পড়ুন :
. বক্স অফিসে ‘মনিকর্ণিকা’র দাপট অব্যাহত
. সুরস্রষ্টার শ্বাসকষ্টে ভক্তের শত কষ্ট!
. এবার জর্জ ফার্নান্দেজের বায়োপিক
. ঢালিউডে নতুন জুটি: নায়ক ঢাকার, নায়িকা কলকাতার
. জাতীয় বাজেটে চলচ্চিত্রে গুরুত্ব দিলো ভারত
. চলচ্চিত্রাঙ্গনের অবস্থা এমনই হবার কথা ছিল