ঠাকুরগাঁয়ে সড়কে প্রাণ গেল ২ এনজিওকর্মীর
২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার তেয়ারীগাঁও গ্রামের পরেশ বর্মন (৫২) ও শহরের ইসলামবাগ মহল্লায় মাহফিজার রহমান জিয়ন (৪৮)। তারা ঠাকুরগাঁওয়ের ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে পরেশ ও জিয়ন মোটরসাইকেলে করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ২৯ মাইল নামক এলাকায় পেছন থেকে আসা দুটি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় পরেশ ও জিয়ন ছিটকে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পরই ওই দুটি ট্রাকের চালক পালিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক দুটি নিয়ে চালক পালিয়ে গেছে। তাদের খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এমএইচ