সিলেটে ভূমিকম্প অনুভূত
২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩০ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিলেট: সিলেট মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবরার (২ ফেব্রুয়ারি সকাল ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাসা-বাড়ি, এতে জনমনে দেখা দেয় আতঙ্ক। প্রায় ৫ সেকেন্ডের মতো স্থায়ী হওয়া এই কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিলো ২ দশমিক ৯।
সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৯ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্টে। সিলেট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এর উৎপত্তিস্থল।
তিনি আরও বলেন, ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার। এটি একটি মাইনর কম্পন। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
সারাবাংলা/এমএইচ