বন্দরে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার ছেলে নিহত
২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম চৌধুরীর ছেলে রাসেল (৩৭) নিহত হয়েছেন।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি বলেন, দুপুরে মোটরসাইকেলে করে নবীগঞ্জ থেকে বাড়ি যাচ্ছিলেন রাসেল। পথে মদনপুর থেকে আসা একটি অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রাসেল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অটোবাইকের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সারাবাংলা/টিআর