মাদারীপুরে নতুন কারাগারে বন্দী স্থানান্তর
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪২ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মাদারীপুর: মাদারীপুরের পুরনো জেলা কারাগার থেকে নতুন কারাগারে ৫২৯ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে শহরের পুলিশ লাইনস সংলগ্ন পুরনো কারাগার থেকে ৫২৯ জন বন্দীকে মাদারীপুরের ছয়না গ্রামে নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। পুরোনো ওই কারাগারে ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি কারাবন্দীকে রাখা হয়েছিল। এ জন্যই নতুন কারাগার স্থাপন করে কয়েদিদের স্থানান্তর করা হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরাতন কারাগারটি শহরের শকুনী লেকের পাড়ে ১৯৪৮ সালে নির্মাণ করা হয়। যেখানে বন্দীর ধারণ ক্ষমতা ছিল ১১০ জন। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় পাঁচগুন বেশি বন্দী কারাগারে ছিল। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কারাগরের উদ্ধোধন করলেও কিছু কাজ অসম্পূর্ণ থাকায় স্থানান্তরে কিছুটা বিলম্ব হয়। মাদারীপুর গণপূর্ত প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ১৩ একর জমির ওপর ৩২ কোটি টাকা ব্যায়ে ৩৫০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন কারাগারটি নির্মাণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে বন্দী স্থানান্তরের সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, ঢাকা বিভাগীয় কারা উপ – মহাপরিদর্শক টিপু সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, জেল সুপার মো. শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, ১৩ একর জমির ওপর কারাগারটি নির্মিত হয়। পুরাতন কারাগারের চেয়ে আকারে অনেক বড়। ভেতরে বন্দীদের চলাচলের জন্য অনেক জায়গা রয়েছে। এটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কারাগার। অসুস্থ ও মাদকাশক্ত বন্দীদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে কারাগারের ভেতরে।
সারাবাংলা/এমএইচ