চা-চক্রে যাবে না জাতীয় ঐক্যফ্রন্ট, চিঠি গণভবনে
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণে যাবে না জানিয়ে গণভবনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর স্বাক্ষর করা চিঠি শুক্রবার (০১ ফ্রেব্রুয়ারি) দুপুরে গণভবনে পৌঁছে দেন জোটের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম ও মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম মিন্টু সারাবাংলাকে বলেন, ‘গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণপত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ৫৫ মিনিটে চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ খোরশেদ আলম।’
আরও পড়ুন: গণভবনে আমন্ত্রণ পেলেন ঐক্যফ্রন্টের নেতারা
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ না নেওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের নীতি-নির্ধারণী ফোরাম সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ, জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতা-কর্মী এখনো জেলে আছেন। নতুন নতুন মামলায় আরও নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।’
নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শনিবার (০২ ফেব্রুয়ারি) গণভবনে চা-চক্রের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা গত ২৬ জানুয়ারি এ দাওয়াতের চিঠি পান। চিঠি পাওয়ার পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা মৌখিকভাবে জানিয়ে দিয়েছিলেন, তারা চা-চক্রে যাবেন না।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোট ডাকাতির পর চা-চক্রের আয়োজন বড় ধরনের একটি পরিহাস। সে কারণে আমরা মনে করি এই চা-চক্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’
সারাবাংলা/এজেড/এমএনএইচ