Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ২ যুবক নিহত


১৭ জানুয়ারি ২০১৮ ১৩:৩৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:০৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। বুধবার ভোরে বন্দরের ধামগড় ইউনিয়নের বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শেষ রাতের দিকে  নুরুল আলমের বাড়িতে  চিৎকারে শব্দে প্রতিবেশীরা ছুটে এলে দেখতে পান কয়েকজন যুবক তাদের কুপিয়ে জখম করছে। এলাকাবাসী নুরুল আলমের পরিবারকে রক্ষা করতে যুবকদের ধাওয়া দেয়। এসময় দুইজন যুবক উত্তেজিত এলাকাবাসীর হাতে ধরা পরে এবং গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

ঐ ঘটনার আগে এলাকার কেউ কেউ এই যুবকদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরিও করতে দেখেছে বলেন জানান ঐ প্রত্যক্ষদর্শী।

বন্দর কামতাল ফাড়ির দায়িত্বরত কর্মকর্তা মোস্তাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদের পরিচয় এখনো জানা যায়নি। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/টিএম/এমএ

গণপিটুনি নারায়ণগঞ্জ নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর