প্রধানমন্ত্রীকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন
৩১ জানুয়ারি ২০১৯ ২১:৩১
।।সারাবাংলা ডেস্ক।।
ঢাকা: চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে সংস্থাটির প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এডিবি’র এক্সটার্নাল অ্যাফেয়ার্সের টিম লিডার গোবিন্দ বার। এর আগে এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনোহন প্রকাশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে।
অভিনন্দন বার্তায় এডিবি’র প্রেসিডেন্ট বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন। বিশেষ করে গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বে উন্নয়নের প্রশংসা করেন। আগামী পাঁচ বছর এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দারিদ্র বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতি গঠনে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন এডিবি প্রেসিডেন্ট।
সারাবাংলা/এমএইচ