Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর সানরাইজ স্কুলের অধ্যক্ষসহ তিনজনের কারাদণ্ড


৩১ জানুয়ারি ২০১৯ ২০:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ফরিদপুর: সরকারি নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় ফরিদপুরের সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষসহ তিন শিক্ষককে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান ও হাসান মো. হাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, স্কুলের অধ্যক্ষ অপরেশ রায়, শিক্ষক প্রদীপ ঘোষ ও জয়ন্ত ঘোষ।

স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান ও ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে শহরের ঝিলটুলীতে অবস্থিত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনার সময় সানরাইজ স্কুলের পৌর ভূমি অফিস সংলগ্ন শাখায় কোচিং চলছিল। এসময় স্কুলের পরিচালক ও অধ্যক্ষ অপরেশ রায় অপুকে আটক করা হয়। একই অপরাধে স্কুলের দুই শিক্ষক প্রদীপ ঘোষ ও জয়ন্ত ঘোষকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় আটক তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরে কোচিং সেন্টারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা।

সারাবাংলা/এমএইচ

আদালত কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর