Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ডা. ইউনুস আলী


৩১ জানুয়ারি ২০১৯ ১৯:৩৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৯:৩৮

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে এই নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে (সাদুল্যাপুর-পলাশবাড়ি) ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করায় এ আসনটির নির্বাচন স্থগিত থাকে। ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন পুন:তফসিল ঘোষণা করে। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় ডা. ইউনুস আলী সরকারকে।

সারাবাংলা/এসবি

শপথ অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর