Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেটের ভেতর থেকে মিললো ২২০০ পিস ইয়াবা, আটক ৩


৩১ জানুয়ারি ২০১৯ ১৮:৫৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে ২২শ’ পিস ইয়াবাসহ  একই পরিবারের তিন মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)-১১-এর একটি দল। এ সময় তাদের বাসায় তল্লাশি করে আরও দুইশ’ পিস ইয়াবাসহ মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি বাড়িতে র‍্যাব এই অভিযান চালায়। আটককৃতরা হচ্ছে বিল্লাল (৫৮), তার স্ত্রী লিপি(৪০) ও তাদের ছেলে অয়ন(২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত টেকনাফ ও কক্সবাজার থেকে ইয়াবা বহন করে এনে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। সংবাদ পেয়ে তাদের গতিবিধির ওপরে নজরদারি করছিল র‍্যাবের একটি বিশেষ দল।  খবর পেয়ে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় বিসমিল্লাহ হাউজ নামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক পাচারকারী বিল্লালকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় আদমজী আলিফ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা করে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার শরীর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিপক্ষে সিদ্ধিরগঞ্জ থানাতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সারাবাংলা/এসবি

ইয়াবা র‍্যাব ১১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর