ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে
৩১ জানুয়ারি ২০১৯ ১৬:৪৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৮:৩৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের সার্বিক অবস্থা নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।
বৃস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেল চারটার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, রেজা কিবরিয়া প্রমুখ।
ড. কামাল হোসেন দেশে ফেরার পর এটাই ঐক্যফ্রন্টের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সারাবাংলা/এজেড/জেএএম