Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি শিক্ষক সমিতির নির্বাচন চলছে


৩১ জানুয়ারি ২০১৯ ১২:১৭

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

সাভার : উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক সমিতির নির্বাচন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে দুপুর ২টা পর্যন্ত।

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। আওয়ামী লীগের একাংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ নামে একক প্যানেল হিসেবে অংশ নিয়েছেন।

অন্যদিকে, আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থি শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’নামের আরেকটি প্যানেল।

জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেছেন বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতেই শিক্ষকরা তাদের নির্বাচিত করবেন।

অপরদিকে জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিবিরোধী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘বিদ্যমান প্রশাসনের অনিয়ম রুখতেই আমরা একত্রিত হয়েছি।’

সারাবাংলা/এসএমএন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর