Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ


৩০ জানুয়ারি ২০১৯ ১৯:১৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভুয়া টেন্ডারের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের শত কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্তদের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুর রশিদকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মো. শামছুল আলম। স্বাস্থ্য অধিদফতরে সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত, এছাড়া বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত বাকিরা হলেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিচালক (বাজেট) ডা. আনিসুর রহমান ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন।

এর আগে, অবৈধ পন্থায় অগাধ সম্পদের মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেন ও সহকারী পরিচালক (বাজেট) ডা. আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তখন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় আবেদন করেন পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন ও ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন পরিচালক লাইন ডিরেক্টর ডা. আব্দুর রশিদ। দুদকের কাছে চাওয়া সময় শেষে বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আব্দুর রশিদকে দুদক তলব করে।

গত ৯ জানুয়ারি স্বাক্ষরিত চিঠি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠিয়ে চারজনকে তলব করে নোটিশ করেন দুদকের উপ-পরিচালক মো. শামছুল আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এনএইচ

দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর