Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে সরকারের সমালোচনায় বিরোধী দল বাধাহীন থাকবে: প্রধানমন্ত্রী


৩০ জানুয়ারি ২০১৯ ১৭:২১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ২২:০৯

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) 

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গণতান্ত্রিক ধারায় সংসদে বিরোধী দলের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, ‘একাদশ সংসদে যারা বিরোধী দলে আছেন, সরকারের সমালোচনার ক্ষেত্রে তাদের কোনো বাধা দেওয়া হবে না।’  বুধবার (৩০ জানুয়ারি)  বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে ভূমিকা রাখার ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দল যেন সমানভাবে সুযোগ পায়, সেটা আপনি দেখবেন।  আমরা আপনাকে সহযোগিতা করব। ’ তিনি বলেন, ‘দেশে যে উন্নয়ন যাত্রা শুরু হয়েছে, এই উন্নয়নের ধারা বজায় রেখে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।  এটাই আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন: একাদশ সংসদের অধিবেশন শুরু, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সংসদ নেতা বলেন, ‘আমরা যারা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তারা প্রত্যেকেই বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি।  জনগণের প্রতিনিধি হিসেবে আমরা স্ব-স্ব দায়িত্ব পালন করব।  বাংলাদেশ হবে জঙ্গিবাদমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ। ’

সংসদে যারা বিরোধী দলের আছেন, তারা যথাযথভাবে সমালোচনা করতে পারবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো বাধা দেব না, অতীতেও দেইনি।  তারা সমালোচনা করেছেন ভূমিকা রেখেছেন।’

আরও পড়ুন: ‘যাদের ভোটে নির্বাচিত হয়েছি, তাদের স্বার্থ সংরক্ষণই লক্ষ্য’

স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংসদ পরিচালনায় আপনি সব সময় আমাদের সহযোগিতা পাবেন।  আপনি শুধু স্পিকারই নন, আপনি সিপিএ সভাপতি নির্বাচিত হয়ে আমাদের সম্মানিতও করেছেন।  অতীতেও আপনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’ আগামীতেও সফলতার সঙ্গে স্পিকার দায়িত্ব পালন করবেন বলেও প্রধানমন্ত্রী আশা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমএনএইচ

প্রধানমন্ত্রী সংসদ স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর