Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান


৩০ জানুয়ারি ২০১৯ ১৭:০৭

।। সারাবাংলা ডেস্ক ।।

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সাত দিনের শুভেচ্ছা সফরে  শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সৌদি আরব যাচ্ছেন।

বুধবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন সেনাপ্রধান। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে জেনারেল আজিজ সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া, তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।

আগামী ০৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ জেনারেল আজিজ আহমেদের দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এনএইচ

আইএসপিআর সেনাপ্রধান জেনারেল আজিজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর