‘যাদের ভোটে নির্বাচিত হয়েছি, তাদের স্বার্থ সংরক্ষণই লক্ষ্য’
৩০ জানুয়ারি ২০১৯ ১৬:৪৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ২০:১৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে স্থান করে নেওয়ায় তাদের উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদের স্পিকার হিসেবে ফের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দনও জানান তিনি।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতার বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, দুপুর ৩টায় শুরু হয় একাদশ সংসদের উদ্বোধনী এই অধিবেশন।
আরও পড়ুন- একাদশ সংসদের অধিবেশন শুরু, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
অধিবেশনে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ যেহেতু ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচিত করে এবং আমরা যারা প্রতিনিধিরা বসেছি, সবাই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। জনগণের প্রতিনিধি হিসেবে এখানে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করব। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের ভোটাররা, যারা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, তাদের সার্বিক উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ এবং দেশে যেন একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে— তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জঙ্গিমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে যেন গড়ে ওঠে এবং দেশের মানুষের জীবনে যেন শান্তি-নিরাপত্তা নিশ্চিত হয়, সেটাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে।
এসময় শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় জানান।
আরও পড়ুন- শপথ নিলেন একাদশ সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
বিরোধী দলকে সরকারের গঠনমূলক সমালোচনায় আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলতে চাই, গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি বিরোধী দলের সদস্যদের আশ্বাস দিতে পারি যে তারা যথাযথভাবে সমালোচনা করতে পারবেন। এখানে আমরা কোনো বাধা তৈরি করব না। কোনোদিন আমরা বাধা দেইনি, দেবোও না।
শেখ হাসিনা বলেন, অতীতে চমৎকার পরিবেশে সংসদ পরিচালিত হয়েছিল বলেই আমরা মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম। আবার আমরা যেহেতু সংসদে নির্বাচিত হয়ে এসেছি, অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য।
আরও পড়ুন- চিফ হুইপ হলেন নূর-ই আলম চৌধুরী
এসময় ড. শিরীন শারমিন চৌধুরী ফের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। আমি কথা দিচ্ছি, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন।
ফাইল ছবি
সারাবাংলা/টিআর
একাদশ জাতীয় সংসদ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সংসদ অধিবেশন