Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বাঁধ ধস: মৃতের সংখ্যা বেড়ে ৮৪, নিখোঁজ ২৭৬


৩০ জানুয়ারি ২০১৯ ১৬:৩১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৬:৪৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্রুমাদিনহো বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা ফ্লাভিও গোদিনহো একথা নিশ্চিত করেন। ফ্লাভিও বলেন, এখনো ২৭৬ জনকে খুঁজে পাওয়া যায়নি। খবর এপির।

উল্লেখ্য, শুক্রবার (২৫ জানুয়ারি) ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ব্রুমাদিনহো শহরের ভ্যালের মালিকানাধীন খনির পাশেই ঘটে এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, নিহতদের বেশিরভাগই খনিতে কর্মরত শ্রমিক। তারা ক্যাফেটেরিয়ায় দুপুরের আহার সারছিলেন।

ব্রাজিলের সবচেয়ে বড় খনি প্রতিষ্ঠান ভ্যালের এই বাঁধ এবার কেন ধসে পড়ল, তার স্পষ্ট কারণ জানা সম্ভব হয়নি। তবে পরিবেশ রক্ষা এজেন্সি (ইবামা) ৬৬.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ভ্যালেকে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এদিকে, বর্জ্যের কারণে খনির আশেপাশের এলাকার পরিবেশ দূষণ ঘটেছে। স্থানীয় প্যারাওপিবা নদীর পানি ঘোলাটে হয়েছে। মৃত মাছ ভেসে উঠছে। স্থানীয়দের নদীতে মাছ ধরতে আপাতত পরিবেশবিদরা বারণ করেছেন।

উদ্ধারকারী দল জানিয়েছে, কাদায় দেবে যাওয়ায় মৃতদেহগুলো খুঁজে পাওয়া সহজ হচ্ছে না।

সারাবাংলা/এনএইচ

ব্রাজিল ব্রুমাদিনহো বাঁধ ধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর