Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশ সংসদের অধিবেশন শুরু, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী


৩০ জানুয়ারি ২০১৯ ১৫:৫৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৭:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট  ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) বিকাল তিনটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়।

এরআগে, গত ৯ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

একাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপর তিনি স্পিকার নিয়োগের জন্য প্রস্তাব দেওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন। ওবায়দুল কাদেরের প্রস্তাবের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সমর্থন করলে বিধি অনুযায়ী তা কণ্ঠভোটে দেন ডেপুটি স্পিকার। এরপর কণ্ঠভোটে সর্বসম্মতি ক্রমে ড. শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।

এরআগে বিকেল তিনটায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ীয় টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

সারাবাংলা/এএইচএইচ/ এমএনএইচ

একাদশ জাতীয় সংসদ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর