Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেবে আ.লীগ


৩০ জানুয়ারি ২০১৯ ১২:৫৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন।

বুধবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপজেলা নির্বাচনেও নিরঙ্কুশ বিজয় চায় আওয়ামী লীগ

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লগের গঠনতন্ত্রের ২৮(৪) ধারা অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লগের সভাপতি ও সাধারণ সম্পাদক (৪ জন) সাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিন জনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দলের ধানমণন্ডি কার্যালয়ে পাঠাতে হবে। এসময় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই পাঠাতে হবে।

তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না বলেও বিবৃতিতে জানানো হয়।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে পাঁচটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

সারাবাংলা/এসএমএন

আওয়ামী লীগ উপজেলা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর