ডাকাত সন্দেহে গণপিটুনি, ২ জনের মৃত্যু
৩০ জানুয়ারি ২০১৯ ১১:৩৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১১:৫২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামে ডাকাত সন্দেহে দুইজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এই গণপিটুনির ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত রাত আড়াইটার দিকে উপজেলার রাথুরা গ্রামের স্থানীয় রাবেয়ার বাড়িতে দেশি অস্ত্রসহ ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসেন এবং মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি ঘোষণা দেওয়া হয়। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকাত দলের দুই সদস্যকে পাকড়াও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে আনুমানিক ৩৫-৪০ বছর বয়সি দুইজনের মৃত্যু হয়। এসময় দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহদুটি নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিচয় সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
সারাবাংলা/এসএমএন