Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে আহ্বায়ক করে নিকার গঠিত


২৯ জানুয়ারি ২০১৯ ২৩:০২ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:০৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করেছে সরকার। কমিটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সদস্য হিসেবে রাখা হয়েছে ৯ জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে। পাশাপাশি বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ কয়েকটি বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদেরও এই কমিটিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোসাম্মৎ নাসিমা বেগমের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, নিকারে সদস্য হিসেবে থাকছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল; তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক; অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এছাড়া, প্রশাসনিক পুনর্বিন্যাস বিষয়ক এই কমিটির সদস্য হিসেবে থাকবেন বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সদস্য হিসেবে আরও থাকবেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, আইন বিচার বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগ, জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং  পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ও বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব। প্রজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র সচিব ও ভারপ্রাপ্ত সচিবরাও সচিব হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন নিকারে।

বিজ্ঞাপন

নিকারের কার্যক্রমের মধ্যে থাকবে নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা করা এবং বিভাগ, জেলা, উপজেলা সিটি করপোরেশন, পৌরসভা বা থানার সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করা।

এ কার্যক্রম চালাতে গিয়ে নিকার প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এর আগে, ২০১৪ সালের জানুয়ারিতে দশম জাতীয় সংসদের যাত্রা শুরুর পর ১৩ ফেব্রুয়ারি নিকার গঠন করা হয়। এ বছর নতুন গঠিত নিকারের সদস্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (দশম সরকারের পরিকল্পনামন্ত্রী) ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছিলেন আগের কমিটিতেও।

সারাবাংলা/টিআর

নিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর