Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের ‘ননসেন্স’ বললেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী


২৯ জানুয়ারি ২০১৯ ২১:১৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ২১:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সাংবাদিকদের ‘ননসেন্স’ (কাণ্ডজ্ঞানহীন) বললেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. ইমরান আহমদ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. ইমরান আহমদ বলেন, ‘আপনাদের সমস্যা হচ্ছে আপনারা কথাগুলো টুইস্ট করেন। আপনারা লিখে দিলেন যে আমি বলেছি, আগামী ১০ বছরে বাংলাদেশ আমেরিকার চেয়ে ভালো হবে। অথচ আমি এমন কথা বলিনি।’

তিনি আরও বলেন, ‘হোয়াট আ ননসেন্স অব ইউ আর।’

প্রসঙ্গত, গত সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দ্বিতীয় প্রবাসী দিবস (সেকেন্ড এনআরবি সেলিব্রেশন ডে) উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তার ওই বক্তব্যের সূত্র ধরে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল ‘১০ বছরে বাংলাদেশ আমেরিকার চেয়ে ভালো হবে’।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী ইমরান আহমদ প্রতিবেদনটিকে ভুয়া বলে আখ্যা দেন।

সারাবাংলা/জেআইএল/টিআর

ননসেন্স প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর