৪৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত শাহাদাত
২৯ জানুয়ারি ২০১৯ ১৯:১৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৯:১৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৪৩টি মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহাদাতকে জামিনে মুক্তি দেয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন সারাবাংলাকে বলেন, শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৪৩টি মামলা ছিল। সব মামলায় জামিনের আদেশ আসার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত বছরের ৭ নভেম্বর বিকেলে ঢাকায় সিএমএম আদালত এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহাদাত হোসেনকে।
কারাবন্দি অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহাদাত হোসেনকে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে প্রার্থী করেছিল বিএনপি। তবে নির্বাচনে পরাজিত হয়েছেন শাহাদাত।
সারাবাংলা/আরডি/এমআই