মহাসড়কে প্রাণ গেল দুই ছাত্রলীগ কর্মীর
২৯ জানুয়ারি ২০১৯ ১৫:২১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৩৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত দুজন ছাত্রলীগ কর্মী। তারা হলেন, সাইফুল ইসলাম রিকু (২২) ও হামিদ হাসান মিশকাত (২২)।
সোমবার (২৮ জানুয়ারি) রাতে চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, মিশকাতের বাড়ি লোহাগাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে দুজন নগরীতে ফিরছিলেন। চন্দনাইশ দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রিকু মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিশকাত মঙ্গলবার ভোরে মারা গেছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, রকির বাড়ি পটিয়া উপজেলায়। তাদের পরিবার থাকে চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ে।
হামিদ হাসান মিশকাতের বাড়ি লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান এলাকায়। তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
দুজন দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন বোরহান। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এই দুর্ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছে।
সারাবাংলা/আরডি/এনএইচ