Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মেলায় ২৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা


২৯ জানুয়ারি ২০১৯ ১৪:১৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৪:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভ্যাট ফাঁকির অভিযোগে বাণিজ্য মেলায় অংশ নেয়া ২৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা পশ্চিম ভ্যাট বিভাগ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা পশ্চিম ভ্যাট বিভাগের কমিশনার ড. মইনুল খান।

তিনি সারাবাংলাকে জানান, গতকাল ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারের একটি বিশেষ নিবারক দল মেলা পরিদর্শনে গিয়ে বেশকিছু স্টলে অনিয়ম দেখতে পায়। এতে দেখা যায়, কোনো কোনো প্রতিষ্ঠান ক্রেতাদের থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। কেউ আবার ভ্যাট চালান ছাড়াই পণ্য বিক্রি করছে। কোনো কোনো বিক্রেতা নিয়মে মেনে ভ্যাট পরিশোধ করছে না।

এমন বাস্তবতায় বেশকিছু প্রতিষ্ঠানকে বিধিবিধান মেনে ভ্যাট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ভ্যাট ফাঁকির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দেয়া হয়েছে।

মইনুল খান জানান, ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো, কিয়াম মেটাল ইন্ডা লি, দিল্লী এ্যালুমিনিয়াম, নাভানা ফার্নিচার, নাবিস্কো বিস্কুট এন্ড ব্রেড লি:, হাজীর বিরিয়ানি, স্মার্ট জোন, রয়েলেক্স মেটাল ইন্ডাঃ, এফজি জুয়েলারি, দেশ কালেকশন, মেসার্স শাহজাহান স্টোর, দি পার্ল হাউজ, জিসান কালেকশন, কামাল এন্টারপ্রাইজ, নাছির আবেদিন টেডার্স, আশরাফ এন্ড বাদার্স, নিদা ট্রেডিং, গৃহিনী বিরিয়ানি এন্ড কাবাব, হাশেম ফুডস লি, মিয়াকো, লাভেলো আইসক্রিম, এস, কে, বি স্টেইনলেস স্টিল মিলস লি, হাজির বিরিয়ানি এন্ড শাহী কস্তুরি কাবাব, বেঙ্গল মেলামাইন লি, ব্রাদার্স ফার্নিচার লি: ও ফ্যাশন জুয়েলারী।

আরও জানান, তাদের ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। এসব মামলা আইন অনুযায়ী ভ্যাট কর্তৃপক্ষ নিষ্পত্তি করবেন। দোষী প্রমাণিত হলে ফাঁকি দেওয়া ভ্যাট আদায় ও জরিমানা হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলায় ভ্যাটযোগ্য ৫১৮টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এ বছর মেলা থেকে ৬ কোটি টাকার ভ্যাট আহরণ হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর এই খাতে সংগ্রহ হয়েছিল ৫.২১ কোটি টাকা।

সারাবাংলা/এসজে/জেএএম

বাণিজ্য মেলা ভ্যাট ফাঁকির মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর