Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী রথীশ হত্যা মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড


২৯ জানুয়ারি ২০১৯ ১৩:৪১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৪:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রংপুর : রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় তার স্ত্রী স্নিগ্ধা রানী সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক এ আদেশ দেন। রায় ঘোষণার সময় স্নিগ্ধা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান, গত বছরের ২৯ মার্চ রাতে স্নিগ্ধা রানী সরকার তার প্রেমিক শিক্ষক কামরুলের পরিকল্পনায় দুধের সঙ্গে ১০টি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এরপর আইনজীবী রথীশকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার মরদেহ তাজহাট মোল্লপাড়ায় কামরুলের ভাইয়ের নির্মাণাধীন বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়। এ ঘটনার পর ৩ এপ্রিল মধ্যরাতে বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দীপাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব। সেখানে তিনি হত্যার বর্ণনা দেন ও বিষয়টি স্বীকার করেন।

আইনজীবী রথীশ হত্যায় স্ত্রী ও প্রেমিকের নামে অভিযোগপত্র

এ ঘটনায় রথীশ চন্দ্রের ভাই সুশান্ত ভৌমিক বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। গত ২১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন এ আদালত । ওই মামলায় পুলিশ তিনজনের নামে চূড়ান্ত অভিযোগ দাখিল করে। তবে প্রধান আসামি কামরুল ও অন্য আসামি মিলন মোহন্ত কারাগারে অসুস্থ হয়ে মারা যান। ফলে মামলায় একমাত্র আসামি হিসেবে থাকেন স্নিগ্ধা রানী।

তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রথীশচন্দ্র জাপানী নাগরিক হোশিও কুনি হত্যা মামলার বিশেষ পিপি, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের স্ট্রাস্টি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

রথীশচন্দ্র স্ত্রীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর