নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে ট্রাক: ৪ শ্রমিকের মৃতদেহ উদ্ধার
২৯ জানুয়ারি ২০১৯ ১০:২৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১২:৫৭
।। লোকাল করেসপন্ডেন্ট।।
আশুলিয়া: সাভারের আশুলিয়ায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় নিহতদের মরদেহ। মৃতরা হলেন, আরিফ মিয়া (১৮), শাহিন (৩০) ও ট্রাক চালক মুজাহিদ (২৫) ও ওই ইটভাটার নিরাপত্তাকর্মী সেলিম (৫০) ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল প্রায় ৭ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে মড়াগাং এলাকার মেঘনা ব্রীকস এর একটি ট্রাক ইট নিয়ে আশুলিয়া রওয়ানা দেয় এসময় ট্রাকটি আশুলিয়া বড়ব্রীজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ৪০টি ফিট খাদে পড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে চালক মুজাহিদ হোসেন ও শ্রমিক শাহীন হোসেনের মৃতদেহ উদ্ধার করে। কয়েক ঘণ্টা পর আরিফ মিয়া ও সেলিমের লাশ উদ্ধার করা সম্ভব হয়।
সারাবাংলা/এনএইচ