Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ


২৮ জানুয়ারি ২০১৯ ১৯:১৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী ফকিরকে মারপিটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আক্কাছ আলী ফকির। তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য।

আক্কাছ আলী ফকির সারাবাংলাকে বলেন, ‘গত ২৪ জানুয়ারি বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানের দিন বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ওই মারামারির শালিস হবার কথা ছিলো। প্রধান শিক্ষকের নিমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ওই শালিসে আমিসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত হই। এসময় পার্শ্ববর্তী ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের মোস্তফার নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী আতর্কিতভাবে আমার ওপর হামলা চালিয়ে আমাকে বেধরক মারপিট করে। পরে উপস্থিত ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে উদ্ধার করে সেখান থেকে বের করে নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘মোস্তফা ও তার দলবল অন্য জেলা থেকে আমাদের এলাকায় এসে মাদকের ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়। এতে আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দেওয়াতে আমার ওপর এই হামলা চালানো হয়েছে।’

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আদেল উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল বহিরাগত যুবক আমার কক্ষে প্রবেশ করে আক্কাছ আলী ফকিরের ওপর হামলা চালায়। এসময় আমাকেও তারা হুমকি দেয়। পরে আমরা ও ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা আক্কাছ আলী ফকিরকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে সরিয়ে নিই। নাহলে তার বড় ধরণের ক্ষতি হতে পারতো।’

বিজ্ঞাপন

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যান। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মারধরের শিকার আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী ফকির মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলার হলে তার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী ফকির