ট্রাকের ধাক্কায় বাবার সামনেই প্রাণ গেল ভাই-বোনের
২৮ জানুয়ারি ২০১৯ ১৪:৪৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৬:৪৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ট্রাকচাপায় স্কুল পড়ুয়া দুই ভাই-বোন মারা গেছে। স্কুল ছুটি শেষে বাবার মোটরসাইকেলে বাসায় ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় বোন আফরিন (১০) ও তার ছোট ভাই আফসার (৮)।
সোমবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মাওয়া হাইওয়ের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রিয় প্রাঙ্গন আবাসিক এলাকায় ট্রাকের চাকায় দুই ভাই বোন ঘটনাস্থলেই মারা যায়। ।
নিহতদের স্বজনরা জানান, বড় বোন আফিফা আক্তার আফরিন পঞ্চম শ্রেণিতে ও ভাই আফসার আহমেদ কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাগে। আফিফা-আফসারের বাবা ডালিম হোসন মোটরসাইকেলে করে দুই সন্তানকে স্কুলে থেকে ফেরার সময় পেছন থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাকেল দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় আহত ডালিম হোসেনকে আশংকাজন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে পঠানো হয়।
দুই ভাইবোনের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ জানায়, তিনজনকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এইচআর/একে/জেডএফ