Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন হঠাৎ গরম?


২৮ জানুয়ারি ২০১৯ ১৪:১৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: গত সপ্তাহেই দেশের অধিকাংশ জেলায় চলছিল শৈত্যপ্রবাহ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সারাদেশে গরম পড়ে গেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনেও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার কথা।

মাঘ মাসের মাঝামাঝি এসে হঠাৎ গরমে অপ্রস্তুত নগরবাসীর নাকাল অবস্থা ঐদিকে শহরতলি বা গ্রামেও নেই শীত। আকাশ জুড়ে মেঘ আর গুমোট আবহাওয়ায় একমাত্র ভরসা বাতাস।

আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, হঠাৎ এত গরম পড়ে যাওয়ার মূল কারণ মেঘলা আকাশ।

তিনি বলেন, ‘আকাশে মেঘ থাকার কারণে গরম আটকে আছে তাই হঠাৎ সারাদেশে শীতের অনুভব পাওয়া যাচ্ছে না।’

রুহুল কুদ্দুস আরও বলেন, ‘বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়েছে, এমনিই এখন ঋতু পরিবর্তনের সময়। ফলে সব মিলিয়ে আকাশে মেঘ এসে জুটেছে।’

তবে এই গরম থাকবে না বলেই আশা এই আবহাওয়াবিদের।

তিনি বলেন, ‘দেশের দুই এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা না হলেও আগামী দুই একদিনের মধ্যে এই মেঘ কেটে যাবে। তখন মাঘ চলে যাওয়ার একদম আগে আবারও শীত পড়বে।’

প্রথমে দিনের ও পরে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনার কথাই জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

সারাবাংলা/এমএ

আবহাওয়া গরম শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর