ফেসবুকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে যুবক গ্রেফতার
২৮ জানুয়ারি ২০১৯ ০৯:৩০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৭ জানুয়ারি) গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. জাহিদুল ইসলাম (২০) জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে র্যাব।
র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘ফেসবুকে অব্যাহতভাবে মাননীয় প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার বিরুদ্ধে সে নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছিল। ফেসবুকে তার কার্যক্রম নজরদারি করে তাকে গ্রেফতার করা হয়েছে।’
সারাবাংলা/আরডি/এমআই