তিন শ ফিট রাস্তায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
২৮ জানুয়ারি ২০১৯ ০৮:২৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর খিলক্ষেত তিন শ ফিট রাস্তায় সড়ক দুর্ঘটনায় ববুলবুল হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন, সাগর (২০) কামরুল (২২) নামে দুই জন।
রোববার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২.৩০টার দিকে এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহজাহান কবির জানান, রাতে তিন শ ফিট রাস্তায় একটি সিএনজি দুমড়ে মুচড়ে পরে আছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং সিএনজির নিচ থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে বুলবুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কিভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে তা এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত ববুলবুল হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামে। তার বাবার নাম রজব আলী।
সারাবাংলা/এসএসআর/এনএইচ