Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না.গঞ্জে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১


২৭ জানুয়ারি ২০১৯ ২১:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে হৃদয় (২২) নামে স্থানীয় এক তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ওই নারী তার ভাইয়ের বাড়ি যাচ্ছিল। পথে একই এলাকার হৃদয় (২২) নামে এক তরুণ তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে ওই বাড়ির কাছে গেলে হৃদয় পালিয়ে যায়। এলাকাবাসী ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে দিয়ে আসে।

এ ঘটনায় রোববার (২৭ জানুয়ারি) দুপুরে ওই নারীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে বিকেলে স্থানীয়দের সহায়তায় মাদবর বাজার এলাকা থেকে অভিযুক্ত হৃদয়ে আটক করা হয়। স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি।

সারাবাংলা/এসবি/টিআর

ধর্ষণ নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর