Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি চা চক্রেও আসবে, নির্বাচনেও যাবে: নাসিম


২৭ জানুয়ারি ২০১৯ ১৯:২২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ: বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মেরুদণ্ডহীন বিএনপি প্রধানমন্ত্রীর আহবানে চা চক্রেও আসবে, উপজেলা নির্বাচনেও অংশ নেবে। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ না নিলে জনগণ ওদের ক্ষমা করবে না। দেশের জনগণ বোঝে বলেই এবার ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে।’

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে সোনামুখী শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের মন্ত্রিত্ব না পাওয়া সম্পর্কে নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী ভালো বিবেচনা করেই হয়তো সিনিয়দের মন্ত্রিসভায় রাখেননি। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। মন্ত্রী না হলেও ইনশাআল্লাহ ১০টা মন্ত্রীর সমান কাজ করতে পারব।’

নাসিম বলেন, ‘মনসুর পরিবার বঙ্গবন্ধুর জন্যে জীবন দিয়েছে, আর এখন শেখ হাসিনার জন্যেও জীবন দিতে পিছুপা হব না।’

সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজগর আলী মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারসহ অনেকে।

সারাবাংলা/এমএইচ

নাসিম বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর