Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধীদের কেন্দ্রীর তথ্য ভান্ডারের আওতায় আনা হবে: পলক


২৭ জানুয়ারি ২০১৯ ১৯:০৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৯:১৬

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় তথ্য ভান্ডারের (সেন্ট্রাল ডাটাবেইজ) আওতায় আনার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার (২৭ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আইসিটি বিভাগের অধীনে বিসিসির ছয়টি আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার প্রকল্প’-এর অধিনে কম্পিউটার ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থানে স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া তারা যেনো যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারে ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হতে পারে সেজন্যেও কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণার কথা পুনরায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার অনেক এগিয়ে গেছে। ২০১৩ সালে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে তাদের অধিকার ও সুরক্ষা আইন পাশ করেছে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে যারা নিজের ভাগ্য নির্ধারণে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের স্বয়ংসম্পূর্ণ করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এই প্রকল্পের আওতায় ২৮০ জন এনডিডি ব্যক্তিসহ মোট দুই হাজার আটশ জন প্রতিবন্ধী ব্যক্তিকে পর্যায়ক্রমে পাঁচটি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সগুলো হচ্ছে ইনট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স মাল্টিমিডিয়া অ্যান্ড আউটসোর্সিং, ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসি প্রধান কার্যালয় থেকে যুক্ত ছিলেন নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, পরিচালক এনামুল কবির, প্রকল্প পরিচালক মোহাম্মদ মনোয়ার উজ জামান ও গোলাম রাব্বানী। এ সময় বিসিসির ছয়টি আঞ্চলিক কার্যালয় রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ফরিদপুরের সেন্টার ইনচার্জগণ যুক্ত ছিলেন। সূত্র: বাসস।

সারাবাংলা/এসবি/এমআই

পলক প্রতিবন্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর