Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক লীগের ‘উচ্ছৃঙ্খলতা’ দেখলেন রেলমন্ত্রী, শাসালেনও


২৭ জানুয়ারি ২০১৯ ১৭:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতরে এসে শ্রমিক লীগের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ দেখেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। উচ্ছৃঙ্খল আচরণ থামাতে এ সময় মন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। এ জন্য মন্ত্রীর সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্ধারিত মতবিনিময় সভাও প্রায় ১৫ মিনিট আটকে থাকে।

রোববার (২৭ জানুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রেলওয়ের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে যোগ দিতে আসা মন্ত্রী দুপুর দেড়টার দিকে মন্ত্রী সিআরবিতে পৌঁছান।

মন্ত্রী সিআরবিতে পৌঁছার আগ থেকেই শ্রমিক লীগ নেতা লোকমান হোসেন ও সিরাজুল ইসলামের সমর্থক নেতাকর্মীরা রেলভবনে পাল্টাপাল্টি মিছিল শুরু করে। একাংশের মিছিলে লোকমানকে নেতৃত্ব দিতে দেখা গেলেও সিরাজুল ইসলামকে অবশ্য দেখা যায়নি।

মন্ত্রী সম্মেলন কক্ষে পৌঁছানোর আগে থেকেই এর প্রবেশপথে অবস্থান নেন দুই গ্রুপের নেতাকর্মীরা। চলতে থাকে পাল্টাপাল্টি স্লোগান। রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং উর্দ্ধতন কর্মকর্তারা শ্রমিক লীগের নেতাকর্মীদের ভিড় ঠেলে মন্ত্রীকে সম্মেলন কক্ষের ভেতরে প্রবেশ করান।

এসময় দেখা গেছে, মন্ত্রীর এসে আসনে বসার পরপরই দরজার সামনে ধাক্কাধাক্কি শুরু হয়। লোকমান হোসেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীদের বাধা ঠেলে ভেতরে ঢুকে যান। নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে কমপক্ষে ২০ জন লোকমানের সঙ্গে ভেতরে ঢুকে পড়েন। তারা ফুল নিয়ে মন্ত্রীর পেছনে এসে দাঁড়ান। তখন অন্যদের ভেতরে ঢুকতে না পেরে তুমুল হট্টগোল ও দরজায় আঘাত করতে শোনা যায়।

বিজ্ঞাপন

সার্বিক অবস্থায় মন্ত্রী আসন ছেড়ে দাঁড়িয়ে যান। তিনি ভেতরে থাকা শ্রমিক লীগের নেতাকর্মীদের বেরিয়ে যেতে বলেন। মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, ‘আমি জেলা (পঞ্চগড়) আওয়ামী লীগের সভাপতি। আমি ডাকসুতে ছিলাম। আপনারা বিশৃঙ্খলা করছেন কেন ? আমি তো আপনাদের কথা শুনব, বলেছি।’

এসময় মন্ত্রীকে আরও কিছুক্ষণ নিচুস্বরে কথা বলতে শোনা যায়। একপর্যায়ে কয়েকজনের পিঠে হাত দিয়ে তাদের বেরিয়ে যেতে বলতে শোনা যায়।

লোকমান হোসেন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা ফুল দিয়ে চলে যাব।’ তবে মন্ত্রী তাদের হাত থেকে ফুল নেননি।

এর মধ্যে সম্মেলন কক্ষের বাইরে পাল্টাপাল্টি স্লোগান চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাল্টাপাল্টি স্লোগানের মধ্যে একদফা হাতাহাতিও হয়েছে।

এদিকে শ্রমিক লীগের নেতাকর্মীদের এই উচ্ছৃঙ্খল আচরণের জন্য মতবিনিময় সভা শুরু হতে ১৫ মিনিটের মতো দেরি হয়। সভা শুরুর পরও লোকমান হোসেনসহ কয়েকজনকে মন্ত্রীর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রায় দেড়ঘণ্টার সভা শেষে মন্ত্রী রেল ভবন ত্যাগের সময়ও শ্রমিক লীগ নেতাদের পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়। মন্ত্রী তাদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে উঠে যান।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ে রেলমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর