Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস বিকৃতি বন্ধে প্রকৃত ইতিহাস পড়তে হবে: পরিকল্পনামন্ত্রী


২৭ জানুয়ারি ২০১৯ ১৯:২৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: ‘ইতিহাস বিকৃতি বন্ধে প্রকৃত ইতিহাস পড়তে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। ৭৫ পরবর্তী সময়ে কিছু লোক ইতিহাস বিকৃত করেছে। বিএনপি জামায়াতও চেয়েছে সঠিক ইতিহাস মুছে ফেলতে কিন্তু পারেনি।’ রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে তোমাদের জানতে হবে। তিনি এ দেশের মানুষের জন্যে কী করেছিলেন, কীভাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো এসবই তোমাদের জানতে হবে। প্রকৃত ইতিহাস না জানলে তোমরা এগিয়ে যেতে পারবে না। কোনটা সঠিক ইতিহাস তাও জেনে নিতে হবে কারণ এক পক্ষ আছে যারা তোমাদের ভুল ইতিহাস জানাবে’।

মুক্তিযুদ্ধের ইতিহাস জানার কথা বলে মন্ত্রী শিক্ষার্থীদের বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস জানা তোমাদের জন্য জরুরি। কীভাবে স্বাধীন হলো ও কেন এ দেশের মানুষ যুদ্ধ করেছিলো সব কিছুই জানা জরুরি।’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার উপদেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু পড়াশোনা করলেই হবে না, খেলাধুলাও করতে হবে। আবার শুধু খেলাধুলা করলেও হবে না, পড়াশোনাও করতে হবে। তখনই শরীর মন ভালো থাকবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) প্রদীপ সিংহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ অনেকে।

সারাবাংলা/এসবি/এমআই

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর