কাস্টমসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল এফবিসিসিআই
২৭ জানুয়ারি ২০১৯ ১৬:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৭:০৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশের কাস্টমস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) ‘সার্টিফিকেট অব মেরিট’ প্রদান করেছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)। আন্তর্জাতিক কাস্টমস দিবসে সংগঠনটি এই পুরষ্কার পেয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের হাতে এ পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কাস্টমস দিবসের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। রোবাবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে রাজস্ব কর্তৃপক্ষকে সহযোগী সংগঠনগুলোকে প্রতিবছরই এ ধরনের স্বীকৃতি দিয়ে থাকে। দেশের কোনো সংগঠন হিসেবে এফবিবিসিআই দেশে দ্বিতীয়বারের মতো এ ধরনের স্বীকৃতি পেয়েছে। এ স্বীকৃতির মধ্য দিয়ে এফবিসিসিআই ও এনবিআরের অংশীদারিত্বমূলক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশের বাণিজ্য ও শিল্প উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই বেসরকারি খাতের মুখপাত্র হিসেবে কাজ করছে। দেশের শিল্পায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য এবং বিভিন্ন আর্থিক ও সেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কিত সঠিক নীতি ও কৌশল প্রণয়নে এফবিসিসিআই সরকারের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেশের বেসরকারি খাতের উন্নয়নে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতেও এফবিসিসিআইয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সারাবাংলা/ইএইচটি/টিআর