Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় পিছিয়ে নেই দেশের শিক্ষার্থীরা’


২৭ জানুয়ারি ২০১৯ ১৮:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক ও যমুনা ব্যাংক প‌রিচালনা পর্ষদের প‌রিচালক গাজী গোলাম মর্তুজা বলেছেন, ‘বিশ্বকে চমকে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় পিছিয়ে নেই বাংলার শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি এখন অনেক ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রাখছেন শিক্ষার্থীরা।’

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ‌চনপাড়া এলাকায় নব‌কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজে আয়োজিত এসএস‌সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, সংবর্ধনা, মিলাদ মাহ‌ফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে গাজী গোলাম মর্তুজা বলেন, ‘ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে। আমি তোমাদের পাশে আছি, তোমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে এই কামনা করি।’ এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, প্রযুক্তি বিষয়ক অর্জন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামী লীগ নেতা তা‌বিবুল কা‌দির তমাল, চনপাড়া শেখ রাসেল নগর  ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি আমির হোসেন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু, কােয়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষদের সদস্য বিউ‌টি আক্তার কু‌ট্টি, নব‌কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ন‌জিবর রহমান, উপজেলা যুবম‌হিলা লীগের সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতাসহ অনেকে।

সারাবাংলা/এমআই

গাজী গোলাম মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর